রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড মোবারক খীল আব্দুল মোতালেব খন্দকার জামে মসজিদের মরহুম মতোয়াল্লী আলহাজ্ব মরহুম দিদারুল আলম-এর সহধর্মিনী এবং আব্দুল মোতালেব খন্দকার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস.এম এমাদ উদ্দীনের মা মোছাম্মত সফিয়া বেগম গত ১১ এপ্রিল, বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সকাল ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মরহুমার নামাজে জানাজা নিজ বাড়িতে পরিচালনা করেন জমিউতুল ফালাহ জাতীয় মসজিদের প্রধান খতিব আলহাজ্ব সৈয়দ মৌলানা মোহাম্মদ আবু তালেব (মাঃজিঃআঃ)।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জে.কে. গ্রুপ অব কোম্পানির এমডি তানভির আলম খান, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দীন খান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা আবুল আসাদ জোবায়ের (মাঃজিঃআঃ), শাহাজাদা এস.এম আসাদউল্লাহ, গাউসিয়া কমিটি গহিরা ইউনিউন শাখার সাধারণ সম্পাদক মৌলানা ফখরউদ্দীন, আহলে সুন্নত ওয়াল জামাতের মৌলানা সিরাজুল ইসলাম চিশতি, মসজিদের খতিব মৌলানা মঞ্জুরুল আলম, মৌলানা নাজেরুল মুনির জীবনসহ অনেক শুভাকাক্সক্ষী জানাজায় অংশগ্রহণ করেন।
শোক সংবাদ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন