সাহিত্য পাঠচক্রের বৈশাখী সাহিত্য সন্ধ্যায় বক্তারা
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ঈদ এবং নববর্ষ উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ১৮ এপ্রিল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি আশীষ সেন প্রধান আলোচক ছিলেন দক্ষিণজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তিতে অংশ নেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী শবনম ফেরদৌসী, কবি সজল দাশ,রাজনীতিক স্বপন সেন, সংস্কৃতিকর্মী নিলয় দে, সবুজ চৌধুরী রকি, মিজানুর রহমান, মোঃ জাফর প্রমুখ। সভায় বক্তারা বলেন- বাংলা নববর্ষ বাঙালির কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের স্মারক। বাংলা নববর্ষ আবহমান বাংলার সৌহার্দ্য স¤প্রীতির উৎসব। মানুষ মাত্র অহরহ স্মৃতির মালা ঘুরাচ্ছে। কাল কি ছিল, আজ কি হল, আগামীকাল কি হবে, এই চিন্তার মালা মানুষের মনে অহরহ ঘুরছে। একবার সে মালা ঘুরানো শেষ হলে একটা বর্ষ শেষ হল মনে করতে হয়। আমাদের পুরাতন বর্ষ শেষ হয় চৈত্র সংক্রান্তির দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ তারিখে। এই দিনই অজ্ঞাত ভবিষ্যতের বুকে একটা আশার যব রাখতে হয়। যেন কাল থেকে সব নতুন হবে, নতুন বর্ষ, নবীন আশা, নবীন উদ্যোগ, সবই যেন নতুন হবে। তাই আজ পুরাতনকে বাদ দিয়ে নবীনতার সূচনা। সভায় বক্তারা বলেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ হোক মানবতা, স¤প্রীতি ও ধনী গরীবের মেলবন্ধন।দুর হোক সকল অসাম্য, সা¤প্রদায়িকতা এবং ভেদাভেদ।