স্বাক্ষর এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের ফেসবুক ভিত্তিক গ্রুপ “বন্ধুই শক্তি ক্লাব ২০০০” এর সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বন্দরনগরীর সনামধন্য প্রাচীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড।
বৃহস্পতিবার (৯ মে) শেভরণ এর কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাগত বক্তব্যে শেভরণ এর চেয়ারম্যান ডাঃ মোঃ ফরিদুল আলম এবং জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল ১৯৯৮ সাল থেকে অদ্যবদি প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সকলকে অবহিত করেন। শেভরণ এর পক্ষে চিফ অ্যাকাউন্টস অফিসার আব্দুর রশিদ দৌলতি, অ্যাকাউন্টস ম্যানেজার ছোটন রায়, সিনিয়র এক্সিকিউটিভ অভ অ্যাকাউন্টস আসিফ হায়দার, ব্র্যান্ড ম্যানেজার শাফায়েত ধ্রুব, কর্পোরেট অ্যাফেয়ার্স ইন-চার্জ রাজেশ ঘোষ উপস্থিত ছিলেন। “বন্ধুই শক্তি ক্লাব ২০০০” এর পক্ষে গ্রুপ ক্রিয়েটর লায়ন এ এম মুন্না চৌধুরী এবং উপদেষ্টা লিয়াকত আলী চেয়ারম্যান গ্রুপের বিভিন্ন দিক তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে গ্রুপের প্রায় ৫০ জন বন্ধু উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে চট্টগ্রাম বিভাগের এসএসসি ২০০০ ব্যাচ এর বন্ধুদের পরিবারবর্গ শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড এর সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।