বাণিজ্যিক জাহাজ এমটিটি সাপানগারের নাবিক, মালয়েশিয়ান নাগরিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১০ মে) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কিছুটা দূরে ভেসে থাকা মরদেহটি খুঁজে পায়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নাবিক গত ৮ মে সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের ডেকে কাজ করার সময় সাগরে পড়ে নিখোঁজ হন।
কোস্ট গার্ড এরপর থেকে তাকে উদ্ধারে জাহাজা ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল।
মালয়েশিয়ান নাবিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।