চাক্তাই খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ২৫ বছর।
সোমবার (২৭ মে) বিকেলে আছাদগঞ্জের শুটকিপট্টির পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনায়নকারী মো. হানিফ বলেন, চাক্তাই খালে এক যুবকের হাত দেখা গেছে বলে এক নারী আমাদের বলেন।
আমরা এলাকার ছেলেরা সবাই এক সঙ্গে খালে নেমে যুবকের মরদেহ উদ্ধার করি। সেখানে কোরস্ চিকিৎসক পাওয়া যায়নি। যার কারণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে সাদা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা করছি।