যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম বন্দর কলেজ ইউনিট এর উদ্যোগে দল গঠন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গতকাল ১০ জুন ২০২৪ খ্রি. সোমবার বেলা ১১.৩০ টায় কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম বন্দর কলেজ ইউনিট এর দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আহমদ ইমরানুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মিতালী পালিত। এতে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আকতার ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান। উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম বন্দর কলেজে ইউনিটের বিদায়ী দলনেতা মোস্তাহাব চৌধুরী ও উপ-দলনেতা মো. আবু সায়েম। অনুষ্ঠান সঞ্চালনা করে বিদায়ী দলনেতা মোস্তাহাব চৌধুরী। অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আহমদ ইমরানুল আজিজ। ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি হলো, দললেতা: রাব্বী হাসান হৃদয়, উপ-দলনেতা-১: মো. ফাহিম, উপ-দলনেতা-২: অপূর্ব মিত্র, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় দলনেতা : মো. ইউশা হাসান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপ-দলনেতা: প্রীতম নাথ, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপ-দলনেতা: আওসাফ উদ্দিন সিয়াম, প্রশিক্ষণ ও সহ- শিক্ষা কার্যক্রম বিভাগীয় দলনেতা: রাকিব হাসান, প্রশিক্ষণ ও সহ- শিক্ষা কার্যক্রম বিভাগীয় উপ-দলনেতা: হামিদুল তাজুল রাফি, প্রশিক্ষণ ও সহ- শিক্ষা কার্যক্রম বিভাগীয় উপ-দলনেতা: মো. মাহরুম হাসান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় দলনেতা: মো. মোস্তাকিম রহমান মাহিন, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ-দলনেতা: মো. রায়হান উদ্দিন, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ-দলনেতা: মো. সাব্বির হোসেন, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় দলনেতা: মো. সাকিবুল হক, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপ-দলনেতা: মো. হৃদয় হাসান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপ-দলনেতা: মো. আরমান হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগীয় দলনেতা: মো. রাফসান জানি, স্বাস্থ্যসেবা বিভাগীয় উপ-দলনেতা: জয় দাস, স্বাস্থ্যসেবা বিভাগীয় উপ-দলনেতা: মো. রাকিব হোসেন, তহবিল সংগ্রহ বিভাগীয় দলনেতা: শাহরিয়ার কবীর স্বপ্নীল, তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-দলনেতা: আল সালমান মুহিত, তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-দলনেতা : মো. আলিফ।
চট্টগ্রাম বন্দর কলেজে যুব রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটি গঠিত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন