রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের ২০২৪-২০২৫ রোটারি বর্ষের প্রথম ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় নগরীর গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে উন্নয়ন সংস্থা অপকা কার্যালয়ে এই ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়।
ক্লাবের বর্তমান সভাপতি নুসরাত জাহান কলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের ২০২৪-২০২৫ বছরের নতুন বোর্ডকে পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরী। তিনি নতুন রোটারি বর্ষের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের চার্টার প্রেসিডেন্ট (প্রতিষ্ঠাতা সভাপতি) মোহাম্মদ আলমগীর আগামী দিনে ক্লাবের কর্মসূচী এগিয়ে নিতে দিক নির্দেশনা দেন। ক্লাব এসেম্বলিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান।
মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, রোটারি সেবামুলক কর্মসূচী এগিয়ে নিতে হলে ক্লাবের ভিত্তি মজবুত করতে হবে। ক্লাব সদস্যদের সক্রিয় হতে হবে। রোটারি অঙ্গনের ইমেজ বৃদ্ধিতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন তিনি।
ক্লাব এসেম্বলিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রোটারিয়ান মোহাম্মদ আলাউদ্দিন, সন্তোষ কুমার ভৌমিক, বিলকিছ আক্তার, রওশন আক্তার, নোটন প্রসাদ ঘোষ, সৈয়দ জসিম উদ্দিন প্রমুখ।
ক্লাব এসেম্বলিতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের ২০২৪-২৫ রোটারি বর্ষের নির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, ক্লাব সেক্রেটারি সৈয়দ জসিম উদ্দিন এবং ক্লাব ট্রেজারার সৈয়দ হাসান কাননকে অভিনন্দন জানানো হয়।