চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বকোণের ক্রীড়া প্রতিবেদক হুমায়ূন কবির কিরণের মাতা জোসনা আরা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিইউজে।
শনিবার (২৯ জুন) এক শোক বার্তায় সিইউজের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
সিইউজে সদস্য হুমায়ূন কবির কিরণের মাতা জোসনা আরা বেগম (৭২) শনিবার সকালে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফেনীর সোনাগাজী উপজেলার গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে দাফন করা হবে।