বন্দর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পাঠাও চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেল ৩ টায় সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন। তিনি বাংলানিউজকে জানান, পন্যবাহী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করছি নিহত লোকটি পাঠাওয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন।