শফিউল আলম,রাউজানঃ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার সদস্য মো: আবদুল হালিম এর রাউজান রায়মুকুট দিঘীর পাড়স্থ কমিনিউটি সেন্টারে গত ১ জুলাই সোমবার বাদে এশা, ইমামুল আউলিয়া হুজুর গাউছুল আজম মাইজভান্ডারী (ক:) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) স্মরনে এবং তার আম্মাজানের বার্ষিক ফাতেহা উপলক্ষে তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ শফিউল আলম , মুহাম্মদ আবদুল হালিম এর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা (খ জোনের) সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ক জোনের সমন্বয়ক মাষ্টার আনিস উল খান বাবর, রাউজান উপজেলা ক জোনের সমন্বয়ক মো: মিনহাজুল আবেদীন, রাউজান উপজেলা গ জোনের সমন্বয়ক কাজী আসলাম উদ্দীন, রাউজান উপজেলা গ জোনের সমন্বয়ক মো নাজিম উদ্দীন কালু, উপস্থিত ছিলেন রাউজান মুন্সির ঘাটা শাখার সভাপতি মুহাম্মদ রাসেল উদ্দীন, জলিল নগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ রাকিবুল করিম,বাবু স্বপন বড়ুয়া প্রমূখ, জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সদস্য মুহাম্মদ শাহেদুুল আলম।
রাউজানে হক কমিটির উদ্যোগে মাইজভান্ডারী মাহফিল
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন