চট্টগ্রাম নগরে চুরি হওয়ার মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধার করেছে আকবরশাহ থানা পুলিশ। অভিযানে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
শনিবার (৬ জুলাই) থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, গতকাল কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রথমে নগরীর আকবরশাহ এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা পর্যালোচনা করে এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ।
আকবরশাহ থানার ওসি গোলাম রব্বানী বলেন, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য। চক্রের সদস্যদের মধ্যে কেউ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করে থাকে। চোরাই মোটরসাইকেলগুলো কম দামে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকার চক্রের সদস্য মামুন খন্দকার ও জিহাদ হোসেনের নিকট বিক্রি করে।
মামুন খন্দকার ও জিহাদ হোসেন মোটরসাইকেলগুলো অধিক দামে শাখাওয়াত হোসেন ও রাজিব হোসেনের নিকট বিক্রি করে থাকে। এভাবে হাত বদলাতে থাকে।