সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের রামুতে রেললাইনের পাশে হাত-পা বাঁধা অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। ৭ জুলাই রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার রেলাইনের রশিদ নগর ইউনিয়নের কাদমরপাড়া এলাকায় হাত-পা বাঁধা লাশ স্থানীয় লোকজন দেখতে পেলে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকালে কাদমরপাড়া এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাতনামা পুরুষ (৩০) এর হাত-পা বাঁধা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবরটি রামু থানা পুলিশকে জানায়। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ধারনা করছেন বা কেউ মেরে ফেলে ডাম্পিং করে রেখে চলে গিয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান,লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ এবং সিআইডিকে বিষয়টি অবগত করা হয়েছে,তারাও আসতেছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি,লাশের আনুমানিক বয়স ৩০। তাছাড়া আমি নিজেও ঘটনাস্থলে আছি।