মধ্যরাতে খবর এলো রাসেল ভাইপার সন্দেহে একটি সাপ মারার আয়োজন করছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সাপটি বাঁচাতে ছুটলেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য রেজাউল করিম রাকিব।
রোববার (৭ জুলাই) ভোররাতে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে সাপটি উদ্ধার করেন তিনি। বিকেলে বন বিভাগের সহায়তায় সাপটি গহিন অরণ্যে অবমুক্ত করা হবে।
রাকিব জানান, সাপটি লম্বায় ১১ ফুট। ওজন ১৩ কেজির বেশি। পাহাড়ি ঢল কিংবা খাদ্যাভাবে সাপটি লোকালয়ে চলে আসতে পারে এমন ধারণা রাকিবের।