শফিউল আলম,রাউজানঃ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আবারও ভেসে উঠল একটি মৃত কাতলা মা মাছ।৭ জুলাই রবিবার নদীর রাউজান অংশের উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে প্রায় ১২ কেজি ওজনের একটি মৃত উদ্বার।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সাজ্জাদ শাহ।তিনি বলেন,একটি মৃত মা মাছ নদীতে ভেসে উঠার পর খবর পেয়ে আমি ও স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছি। মাছটি পঁচে দূর্গন্ধ সৃষ্ঠি করায় ইউ,এন,্ও”র নির্দেশনায় মাছটিকে মাটি চাপা দেয়।হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল ৭ জুলাই রবিবার দুপূুর ১২ টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইসকরম এলাকার ৭ নং ওয়ার্ডেও হালদা নদীর সাথে সংযুক্ত সাকর্দা খালে ১টি মৃত কাতলা মা মাছ ভেসে ওঠে যার ওজন প্রায় ১২ কেজি। মাছটি পঁচে দূর্গন্ধ সৃষ্ঠি করায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার নির্দেশনায় স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ মাছটিকে মাটি চাপা দেয়। তিনি আরো বলেন, এই নিয়ে গত দুই সপ্তাহে হালদা নদীতে ১ টি ডলফিন ও ৬ টি মা মাছের মৃত্যু হয়। যার হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষনসহ সবধরনের ধংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। হালদা নদীতে মা মাছ ও ডলফিন মারা যাওয়ার ঘটনা তদন্তে পরিবেশ অধিদপ্তর ও মৎস বিভাগ পৃথক পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেন।
হালদায় আবারো ভেসে উঠল মৃত কাতলা মা মাছ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন