শফিউল আলম,রাউজানঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ছত্রপাড়া শাখার উপদেষ্টা পার্সপোট অফিসের কর্মকর্তা এনায়েত উল্ল্রাহর মাতা জোহরা খাতুনের কবর জেয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী চৌধুরী জসিম। গত ৭ জুলাই রবিবার সন্দ্ব্যায় রাউজানের ডাবুয়া হাসান খীল এলাকায় মরহুমা জোহরা খাতুনের কবর জেয়ারত করার সময়ে আরো উপস্থিত ছিলেন,মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় র্পষদ সদস্য মরহুমার ভাতিজা কাজী মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় র্পষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, মীর শফিউল আজম নেজাম, সাংবাদিক শফিউল আলম, পার্সপোট অফিসের কর্মকতা এনায়েত উল্ল্রাহ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, নাজিম উদ্দিন কালু, সাদিকজম্মান সফি,মিনহাজ আবেদিন ও হক কমিটির বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ্ব ।
এনায়েত উল্লাহ এর কবর জিয়ারত করলেন হক কমিটি কেন্দ্রীয় সংসদ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন