কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের জেরে মনা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৭ জুলাই) রাতে সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, দীর্ঘদিন ধরে ভাতের হোটেল নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব ছিল। এই জের ধরে রোববার রাতে মানুষজন নিয়ে মনাকে মারধর করা হয়।
পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনার বাবা মামলা করার জন্য থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান চলছে।