সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের ঈদগাঁওতে শুভংকর দাশ (২৩) নামের এক স্বর্ণ কারিগর আত্মহ’ত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শুভংকর দাশ ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়াস্থ হাছিনা পাহাড় এলাকার বাসিন্দা পলাশ দাশের ছেলে। ৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকার ছাবের আহমেদের কলোনি থেকে তার মৃ’ত’দে’হটি উদ্ধার করে পুলিশ। মৃতের স্বজনরা জানান, শুভংকর দাশ পেশায় একজন স্বর্ণ কারিগর। প্রতিদিনের মতো কারখানা থেকে ছাবের কলোনিতে তার ব্যাচেলর বাসায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আসে। এ সময় বাসার দরজা জানালা বন্ধ করে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের অগোচরে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে। তবে, প্রতিবেশীরা জানায়, দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখতে পান মৃতদে’হ ফ্যানের সাথে ঝুলছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে এস,আই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরন করেন। ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে।
ঈদগাঁওতে স্বর্ন কারিগরের মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন