সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা ব্লকেড কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগের অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে সারাদেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে। দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে দিনের কর্মসূচি শুরু হবে। সারাদেশের শিক্ষার্থীরা নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করবেন। সড়ক, মহাসড়ক এবং রেলপথে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এর আগে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালের কর্মসূচি শুরুর পরই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেয়া হয়। এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, সরকারি চাকরিতে কোটার স্থায়ী সংস্কারের পরিপত্র জারির আগ পর্যন্ত আন্দোলন চলবে।
বৃহস্পতিবার আধাবেলা ব্লকেড কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন