ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ব্যবসায়ীর বসতঘর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত ৯ জুলাই রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি ৮নং ওয়ার্ডের ব্যবসায়ী আবছারের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত চোরেরা একটি ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেলের তালা কেটে নিয়ে যায়। মাত্র ৬ মাস পূর্বে এক লক্ষ ৬০ হাজার ৫ শ টাকা দিয়ে মোটরসাইকেলটি ঈদগাঁও বাজাজ সেন্টার থেকে ক্রয় করেন ব্যবসায়ী আবছার।
গত ১০ জুলাই ঘটনাটি সকালে চাউর হলে ব্যবসায়ী আবছার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি বর্নিত ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি শিয়াপাড়া গ্রামের মৃত নজির আহমদের পুত্র। গাড়িটির সন্ধান দিতে পারলে সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, নুরুল আবছার প্রতিদিনের ন্যায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাসার বারান্দায় তালা দিয়ে রাখেন। পরদিন সকাল ৭টার দিকে আবছার গিয়ে দেখে মোটরসাইকেলটি সেখানে নেই। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশ্বস্ত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, চোর চক্র মোটরসাইকেলের তালা কেটে চুরি করেছে। বিষয়টি দ্রুত উদঘাটন করে যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে।