চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় একের পর এক আহতদের আনা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুর তিনটা পর্যন্ত ৫০ জনকে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
সরেজমিনে দেখা যায়, আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অনেকের মাথা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের শরীরে বেধড়ক পেটানোর চিহ্নও রয়েছে। আহতদের মধ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর সঙ্গে পথচারীও রয়েছে।