চট্টগ্রামের বাকলিয়া ও বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একই থানার ওসি মো. আফতাব হোসেনকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শক কাজী মুহাম্মদ সুলতান আহসানকে পদায়ন করা হয়েছে।
বাকলিয়া ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।