ঐতিহাসিক পাকিস্তান সিরিজে ব্যাট এবং বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে সিরিজ সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে নিজেই জানিয়েছিলেন, পুরস্কারের অর্থ তুলে দেবেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এক রিকশাওয়ালার পরিবারকে। দেশে ফিরে এবার সেই কথা রাখলেন মিরাজ।
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলন শেষ হয়ে গেলেও স্বজন হারানো পরিবারগুলোর শোক এখনও তাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই নজরে আসে এমন অনেক পরিবারের আহাজারি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনে নিহত এক রিকশাওয়ালার ছেলের আর্তনাদের ভিডিও দেখেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ওই ভিডিও দেখেই মিরাজ ঠিক করে ফেলেন, ছেলেটির পরিবারের পাশে দাঁড়াবেন তিনি। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে তার।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন মিরাজ। সেখান থেকে পাওয়া অর্থ পুরস্কার ওই রিকশাওয়ালার পরিবারকে দিয়েছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মিরাজ নিজেই এই বিষয়ে জানিয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত ওই পরিবারের হাতে অর্থ তুলে দিয়েছেন মিরাজের বাবা এবং মা। উপস্থিত ছিলেন মিরাজ নিজেও। একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।
পোস্টে মিরাজ লিখেছেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম।’
তিনি আরও লিখেছেন, ‘কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে।’