রাউজানের নোয়াপাড়ায় দু পক্ষের সংর্ঘষ আহত ১০
শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া পথের হাট বাজারে দুই গ্রুপের সংর্ঘষে আহত হয়েছেন ১০ জনের বেশী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক ।
আজ (১২ সেপ্টেম্বর) বৃহসপতিবার বিকাল ৫টার সময়ে এঘটনা সংগঠিত হয়। রাউজান নোয়াপাড়া পথের হাট বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাউজানের সাবেক সংসদ সদস্য এবি এম ফজলে করিন চৌধুরী আটক হওয়ায় বিএনপির বিবদমান দু গ্রপের অনুসারী বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা ও আনন্দ মিছিল বের করেন। দুপক্ষের মিছিল চলাকালে উভয়ের মধ্যে সংর্ঘসের ঘটনা ঘটে । দুই পক্ষের মধ্যে সংর্ঘষ চলাকালে গুলির শব্দে এলাকার সাধারন মানুষ ও ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্টান বন্দ্ব করে চলে যায় । ঘটনার সময়ে ১০ জন আহত হয় বলে জানা গেছে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক । আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর সরকারী বেসকারী হাসপাতালে নিয়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান । মাারাত্বক ভাবে আহত যুবক রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের উভলং গ্রামের বাসিন্দ্বা বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা সুজন নোয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওবলং গ্রামের বাসিন্ধা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী অনুসারী এবং উপজেলা যুবদলের সদস্য। ।্য। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বৃষ্টির জন্য পথে আটকে আছি। এঘটনার পর রাউজানের নোয়াপাড়া পথের হাট এলঅকায় থমথমে অবস্থা বিরাজ করছে।