ছাত্র-জনতা ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কক্সবাজারে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজির বিপক্ষে সকলের পরিচয় হবে বাংলাদেশ। রাষ্ট্র বিনির্মাণের কাজে অনেক বাধা আসবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে ছাত্ররা কারও সঙ্গে কখনোই আপোষ করব না। বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত একইভাবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাষ্ট্র পুনর্গঠনের জন্য পুলিশ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক হবে সহযোগিতামূলক। ছাত্রদের আচরণে কেউ যেন মনে না করেন তাকে বল প্রয়োগ করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় কথা বলেন আন্দোলনে শহীদ সাকিবের পিতা, শহীদ তানভীরের চাচা তারেক আজিজসহ আন্দোলনে গুলিবিদ্ধসহ আহত কয়েকজন ছাত্রছাত্রী। সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।