চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বায়েজিদ থানার বটতল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাছাত্রীর নাম ফারজানা জান্নাত মুনতাহা (৮)।
নিহত ফারজানা জান্নাত মুনতাহা একই থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে শিশুর স্বজনরা আসছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, বায়েজিদের ট্যানরি বটতল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি রাসায়নিকবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা মুনতাহা ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।