গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গ্রেফতার ওই যুবকের নাম জহিরুল ইসলাম রুবেল (২৬)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং। এক বার্তার মাধ্যমে র্যাবের পক্ষ থেকে জানানো হয় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর দুই হাতে গুলি চালিয়ে আলোচনায় আসে যুবক জহিরুল ইসলাম।