কার্স্টেন ইওরা মুলার-ডাবারম্যান। সংক্ষেপে কার্স্টেন হ্যাগ্লুন্ড। একজন পাবলিক স্পিকার, খাওয়ার ব্যাধি সচেতনতা কর্মী, ভাষ্যকার এবং কার্স্টেন হ্যাগলুন্ড ফাউন্ডেশনের সভাপতি। তিনি ১৯৮৮ সালের ১৪ সেপ্টেম্বর ফার্মিংটন হিলস, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র-এ জন্মগ্রহণ করেন।
তিনি মিস আমেরিকা 2008 হিসাবে কাজ করেছেন।
হ্যাগলুন্ড জুলাই ২০১২ সালে রায়ান স্মিথকে বিয়ে করেন। এই দম্পতি পরে বিবাহবিচ্ছেদ করেন।
২০১৯ সালের অক্টোবরে, হ্যাগ্লুন্ড পর্তুগালের মার্কো ডি ক্যানাভেসেসে অ্যামাডেউস মুলার-ডাবারম্যানকে বিয়ে করেন ।
তিনি সুইজারল্যান্ডের জুরিখে থাকেন।