রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আদালতকে সুজন বলেন, ‘আমার বিরুদ্ধে এর আগে কখনোই কোনো ক্রিমিনাল বা রাজনৈতিক মামলা হয়নি। আমি ঢাকায়ও ছিলাম না। আমার সংসদীয় আসন এলাকায়ও একটি মামলা হয়নি। আমি অসুস্থ। হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে।’
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল তাকে গ্রেফতার করে। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মো. নূরুল ইসলাম সুজন রেলের সাবেক মন্ত্রী। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।
নূরুল ইসলাম সুজনের জন্ম ১৯৫৬ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘিতে। তিনি আইনের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।