পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গত (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জশনে জুলুসে বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, এ দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিগণ। অথচ, ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আল্লাহর অলিদের মাজার শরীফে হামলা-ভাংচুর করা হয়েছে, চরদখলের মত সুন্নী মসজিদ-মাদ্রাসা দখল করেছে, শিক্ষকদের লাঞ্ছিত করেছে।
সেই দুষ্কৃতকারী ও হামলাকারীদের কারো গ্রেপ্তার বা আইনের মুখোমুখি করা হয় নি। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। এবার মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর জশনে জুলুসে হামলা করে উগ্রতার সীমা অতিক্রম করেছে। নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচরে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায়, ফেনীর দাগনভুঁইয়াসহ দেশের বিভিন্ন জেলায় জঙ্গীবাদীরা জশনে জুলুসে নৃশংস ও বর্বর হামলা করেছে। মুসলিম নামধারী ওই জঙ্গিদের হামলায় কুলিয়ারচরে ছয়সূতি মীরবাড়ির মীর জমির উদ্দিনের ছেলে মীর আরিফ মিলন (৫৫) শহীদ ও ৪০ জন আহত, কসবায় ২০ জন আহত ও দাগনভুঁইয়াতে ১১ জনসহ সারাদেশে আরো অনেকে আহত হয়েছেন। আমরা বর্বরোচিত এসব হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী (দ.)’র জুলুসে হামলাকারী জঙ্গীরা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়।
আহলে সুন্নাত ওয়াল জমাআতের অনুসারীরা শান্তিপ্রিয়। কিন্তু, এভাবে একেরপর এক হামলা মেনে নেওয়া যায় না, এবার প্রতিরোধ করব। যদি দোষীদের আইনের আওতায় আনতে অন্তর্বতী সরকার ব্যর্থ হয় বা কার্যকরি পদক্ষেপ না নেয়। তখন আমরা সুফিবাদী সুন্নী জনতা উপযুক্ত জবাব দেব। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জঙ্গীদের গ্রেফতার করুন নচেৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সুন্নী জনতা দায়ী থাকবে না।