কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বিবিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।
এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৫০০ আঁটি ইরি-২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।
তিনি বলেন, ‘কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লা জেলার কোতোয়ালী সদর উপজেলার বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এ সামান্য সহযোগিতা করা হয়েছে। এর আগে বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ও আমরা ত্রাণ বিতরণ করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তরা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ।’