কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন,এবার খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালন করবে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তা রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
রোববার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শ্রীশ্রী লহ্মী নারায়ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে। আপনারা ভয় পাবেন না। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেতাকর্মীরা নিয়েছে। কোনো সন্ত্রাসী শারদীয় উৎসবে বিঘ্ন ঘটাতে চাইলে প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি অশোক মজুমদারসহ অন্যান্য নেতারা।