০৬ অক্টোবর (রোববার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নিকট আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আইএইচআরসি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুমের নেতৃত্বে আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৪ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ দফা কর্মসুচির স্মারকলিপি প্রদান করা হয়।
৭ দফাগুলো যথাক্রমে- ১. সকল পূজা মন্ডপে স্থানীয় প্রশাসন (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) কার্যকরী ভূমিকা রাখা। ২. সকল পূজা কমিটিতে কোন বির্তকিত ব্যক্তি থাকিলে তাদেরকে কর্মকান্ড থেকে বিরত রাখা। ৩. সকল পূজা মন্ডপে কোন নেশা জাতীয় পানীয় পান করা থেকে বিরত থাকা। ৪. পূজা মন্ডপে যারা হিন্দু সম্প্রদায়ের দর্শনার্থী আছে তারা যাতে পরিবারের সবাই একসাথে পূজা মন্ডপে না আসে। যাতে বসতবাড়ি খালি না থাকে সেদিকে সজাগ থাকা। ৫. উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন, পৌরসভা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করা। ৬. প্রত্যেক পূজা মন্ডপে নামাজের সময়সূচি সরবরাহ করে প্রদান করা, যাতে আযান ও নামাজের সময়ে মাইক বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা। ৭. পূজা কমিটির দায়িত্বশীলদের প্রশাসনের সাথে সমন্বয় করে স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে যৌথ সমন্বয় সাধন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
নেতৃবৃন্দরা উল্লেখ করেন- উল্লিখিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রত্যেক পূজা মন্ডপে প্রতিমা বিসর্জন না দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানচ্ছি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা’র সদস্য সচিব, মোঃ আওরঙ্গজেব খান সম্রাট, যুগ্ম সচিব মোঃ ইউনুছ তালুকদার, মোঃ ইকবাল হোসেন বাপ্পী প্রমুখ।