সমর সেন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি ১৯১৬ সালের ১০ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতা অরুণ সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক ছিলেন। প্রথিতযশা গবেষক দীনেশচন্দ্র সেন তার পিতামহ।
মার্ক্সবাদী নেতা রাধারমন মিত্র ও বঙ্কিম মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভ করায় তার রাজনৈতিক মনন গঠিত হয়। তবে তিনি মার্ক্সের সাম্যবাদী মতবাদের প্রতি আকর্ষণ বোধ করলেও সরাসরি মার্ক্সীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি। কিছুকাল অধ্যাপনা করলেও সমর সেনের কর্মজীবনের বৃহৎ অংশ কেটেছে তার সাংবাদিকতায়।
ফ্রন্টিয়ার ও নাও পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কলকাতার সংবাদ বিভাগে, বিজ্ঞাপনী সংস্থায় এবং মস্কোর প্রগতি প্রকাশনালয়ে অনুবাদক হিসেবেও কর্মরত ছিলেন। সামন্ততন্ত্রের প্রতি আসক্তি, উপনিবেশের শৃঙ্খল, আর্থিক-সামাজিক-রাষ্ট্রিক-আন্তর্জাতিক অস্থিতিশীলতার অভিঘাত মধ্যবিত্তকে বিচলিত করে। স্নেহ-প্রেম প্রবৃত্তি মানবিক অনুভূতির আড়ালে মধ্যবিত্তের দোদুল্যমানতা, স্বার্থপরতা ও পাশবিকতার মর্মঘাতী রূপ তুলে ধরেছেন তিনি তার কবিতায়। মধ্যবিত্তের মানসিক বৈকল্যের বিরুদ্ধে তার উচ্চারণ সবল, স্বতঃস্ফূর্ত এবং ব্যক্তিচিহ্নিত। তার প্রকাশ-কৌশল অনাড়ম্বর, কোনো রকমের ভূমিকা ছাড়াই তিনি অবলীলায় আপন অভিজ্ঞতার কাব্যিক বুননে পাঠককে সম্পৃক্ত করেন।
তিনি ১৯৮৭ সালের ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন।