মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): শারদীয় দূ্র্গা পূজার মহা ষষ্ঠীতে গত বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাপ্তাই থানার ওসি মো মাসুদ কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, ওয়াগ্গাছড়া লোকনাথ মন্দির এবং শিলছড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় মন্দির পরিচালনা কমিটি ও ভক্তদের সাথে তিনি পুজার শুভেচ্ছা বিনিময় সহ মিষ্টি উপহার প্রদান করেন।
এছাড়া তিনি মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু উপস্থিত ছিলেন।
ওসি মো মাসুদ জানান, বাঙালী সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা যাতে উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন প্রতিটি মন্দিরে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সব সময় পুলিশের টহল দলও নিরাপত্তার কাজে মাঠে রয়েছে।