শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন ৫নং মোহরা ওয়ার্ডস্থ পূর্ব মোহরা পুরাতন কালুরঘাট শ্রীমৎ স্বামী তারানন্দ মহাখালী যোগাশ্রম শারদীয়া দূর্গাপূজা উদযাপন কমিটির আমন্ত্রণে পূজা মন্ডপ পরিদর্শন করেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন।
এসময় তিনি মন্ডপে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রীষ্টান সকলে আমরা ভাই ভাই। সব সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা মিলেমিশে আছি। সবার জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হলে সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য জাহেরু মাসুদ, ৫নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, জয়নাল আবেদীন, নুরনবী, মো. মিজান সহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ।