ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই আপাতত। ফুটবলারদের চোখ এখন জাতীয় দলে। কারণ চলছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) ভিন্ন ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল।
চলতি মাসে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলছে ব্রাজিল ও আর্জেন্টিনার। যার একটি ইতোমধ্যে শেষ। সেটিতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে। প্রতিপক্ষের মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ব্রাজিল জিতেছে। দুঃসময়ে চিলির মাঠে কষ্টের জয় তুলে নেয় ব্রাজিল। গত শুক্রবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে ব্রাজিল।
এবার একই দিনে ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুদল। আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়ার। ম্যাটি শুরু আগামীকাল ভোর ৬টায়। অন্যদিকে ব্রাজিল লড়াই করবে পেরুর বিপক্ষে। তাদের ম্যাচটি শুরু হবে ভোর ৬টা ৪৫ মিনিটে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট আর্জেন্টিনার, তাদের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চিলি। গত ম্যাচের জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।