বিশ্ব হাত ধোয়া দিবসে কাপ্তাইয়ে র্যালী ও আলোচনা সভা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। হাত ধোয়া ছাড়া যে কোন খাবার গ্রহন করলে এটা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে।
কাপ্তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।