অমলা পাল। একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল, মালয়ালম ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন।
তিনি ২৬ অক্টোবর, ১৯৯১ সালে আলুভা, কচি, কেরালা ভারতে জন্মগ্রহণ করেন। তিনি লাল যোশী পরিচালিত নীলাথামারা চলচ্চিত্রের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন এবং সিন্ধু সামাভেলী তামিল মুভিতে বিতর্কিত চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান।
অমলা নিরমলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং সেন্ট তেরেসা কলেজ থেকে কমিউনিক্যাটিভ ইংলিশ-এ স্নাতক সম্পন্ন করেন এবং মডেলিং এর দিকে ঝুঁকে পড়েন। তার মডেলিং ফটোশুট দেখে মালয়ালম পরিচালক লাল যোশী তাকে নীলাথামারা চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করার সুযোগ দেন।
অমলা পাল তামিল চলচ্চিত্র অভিনেতা এ এল ভিজয় এর সাথে ১২ই জুন, ২০১৪ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অতঃপর, জুলাই ২০১৬ তে অমলা-ভিজয় পৃথক থাকার সিদ্ধান্ত নেন।