জনগণকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আদর্শ পরিপন্থি, দলীয় শৃঙ্খলাবিরোধী, সমাজ বিচ্ছিন্ন ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়ে নেতাকর্মীদের অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি।
শনিবার (২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে দায়িত্বশীল নেতাদের এক জরুরি সভায় এ সতর্কবার্তা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রীস আলী।
সভায় নেতারা কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সমাজের যে কোনো অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলেই তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেতারা বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
নেতারা বিভেদ, হিংসা প্রতিহিংসা ভুলে সবাই মিলে দেশ গঠনে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় জরুরি সভায় বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব মো. সাবের হোসেন টারজান।