জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জীবন থেকে আরও একটি বছর পার করলেন। গতকাল রোববার (১০ নভেম্বর) ছিল তার ৩২তম জন্মদিন। দিনভর শুভেচ্ছায় ভেসেছেন তিনি। তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে অভিনেত্রী কি মা হতে চলেছেন? তবে তাদের প্রশ্নের খোলামেলা উত্তরও দিয়েছেন মিম।
১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছেন তিনি। এদিন জন্মদিন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
অভিনেত্রী জানান, আর আগের মতো বড় কোনো আয়োজন করেন না। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন উদযাপন করলেও এখন পরিবারের সদস্য, স্বামী, মা এবং কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপন করেন তিনি।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই পরিবার, ভক্ত, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মিম। একের পর এক উপহার সারপ্রাইজ হিসেবে পেয়েছেন।
সাদামাটা আয়োজনে দিনটি পালন করলেও নিজের ৩২তম জন্মদিনে ২৫টি কেক কেটেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই।
তিনি জানালেন, রাত থেকে বিকেল পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫টির মত কেক কাটা শেষ। বাসায় গিয়ে আরও ১০টি কেক কেটেছেন।
মিম বললেন, ‘জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেল অব্দি ২৫টির মতো কেক কাটলাম।’
এরপর কথা প্রসঙ্গে উঠে আসে নতুন অতিথি আসার কথা। এই প্রসঙ্গে মিম বলেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার।