সেলিম উদ্দীন, ঈদগাঁও।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মেধাকচ্ছপিয়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চকরিয়া সার্ভিস নামক পরিহন হতে ৪০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার ১৩ নভেম্বর সন্ধ্যায় র্যাবের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আটক মাদক কারবারির নাম মো. মাহাফুজুর রহমান (২৬), পিতা-গোলাম মোহাম্মদ, পূর্ব পদুয়া মাঝের দোকান (সৈয়দ পাড়া), ০৮নং ওয়ার্ড, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছে। দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং পরবর্তীতে তা সু-কৌশলে বিভিন্ন পরিবহনে যাত্রী সেজে কক্সবাজারে নিয়ে আসতো। পরে চাহিদা মোতাবেক জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে বিক্রি করতো বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনজুর কাদের ভুইয়া।