বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে ‘গর্ভাবস্থায় ডায়াবেটিস ব্যবস্থাপনা’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে, যা ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। দিবসটির মূল লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, আর এই উপলক্ষে পার্কভিউ হাসপাতালে একটি পদযাত্রারও আয়োজন করা হয়, যা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে মির্জাপুল পর্যন্ত প্রদক্ষিণ করে।
সেমিনারের সঞ্চালনায় ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক (কম্প্লায়েন্স) ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মমতাজ বেগম। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. রফিক উদ্দীন এবং ডা. এস এম শওকত আলী। এছাড়া, প্যানেল এক্সপার্ট হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডা. রোকেয়া বেগম। সেমিনারটি সভাপতিত্ব করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. আবদুস সালেক মোল্লা এবং সমাপনী বক্তব্য দেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম।
অনুষ্ঠানে পার্কভিউ হাসপাতালের গাইনি, আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন বিভাগের মেডিকেল অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে সেমিনার, পদযাত্রা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন