চট্টগ্রামে কর্নফুলী নদীর কালুরঘাট পয়েন্টে নতুন সেতুর নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আশা করছি ফেব্রুয়ারি মাসে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে।
চট্টগ্রামে আরও একটি রিফাইনারি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের একটি রিফাইনারি আছে, অনেক পুরোনো। আমরা আরেকটি রিফাইনারি নির্মাণের উদ্যোগ নিয়েছি। দুর্বৃত্তায়নের কারণে দ্বিতীয় রিফাইনারি প্রকল্পটি আগে বাস্তবায়ন হয়নি। আমরা সেটির অবসান ঘটিয়েছি।
অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে। ২০১০ সালে পাশ করা আইনটি হাইকোর্ট সংবিধানবিরোধী বলেছেন। তবে আন্তর্জাতিক চুক্তি থেকে সহজে বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থির এগোচ্ছি।
গ্যাসের সংকট মোকাবিলায় চলতি বছর সরকার ৫০টি কূপ খনন করবে জানিয়ে উপদেষ্টা বলেন, গ্যাস সংকটের কারণে প্রতিবছর ৬ হাজার কোটি টাকার গ্যাস আমদানি করা হয়। কিন্তু কূপ খনন করে গ্যাসক্ষেত্র আবিষ্কার করার চেষ্টাটাও হয়নি।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ।