শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের রাউজান উপজেলার আওতাধীন শাখা কমিটির সাথে ‘সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা,পর্যন্ত এই সাংগঠনিক সংলাপ চলে। সাংগঠনিক সংলাপে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল,কেন্দ্রীয় পর্ষদ সদস্য দিদারুল আলম,মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী,মঞ্জরুল ইসলাম চৌধুরী, ইউসুফ আলী, অধ্যাপক আবু তাহের, মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম,জাকের হোসেন মাষ্টার, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার।
এছাড়া রাউজান উপজেলার সমন্বয়কারীদের উপস্থিত ছিলেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মামুন মিয়া, আবু তৈয়ব মাস্ট্রার,আনিস উল খান বাবর, মাওলানা মহিম উদ্দিন, মিনাহাজুল আবেদিন,নাজিম উদ্দিন কালু, টিটন বৈদ্য, কাজী আসলাম,এবং শাখা কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। গতকাল ১৫ নভেম্বর শুক্রবার সকালে দক্ষিন রাউজানে সাংগঠনিক সংলাপ অনুষ্টিত হয়।