শফিউল আলম, রাউজানঃ রাউজানে কেন্দ্রীয় সার্বজনীন রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী রাস উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে রাউজান সর্বজনীন রাস উদযাপন পরিষদ ১৪৩১ বঙ্গাব্দ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল মঞ্জু। প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রেজাউল রহিম আজম। সভাপতিত্ব করেন রাস উদযাপন পরিষদের আহবায়ক মৃনাল দাশগুপ্ত বাবু।
তাপস দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ দাশগুপ্ত, সাবেক ইউপি সদস্য অলক দাশগুপ্ত, শিক্ষক অনুপম দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক উত্তম দাশগুপ্ত, সুবল দাশ গুপ্ত, অরুন দাশগুপ্ত, মহারাজ চক্রবর্তী, অর্পন দে, উত্তম দাশ গুপ্ত, সুমন ঘোষ, রুবেল দাশ। পাঁচদিনব্যাপী রাস উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা।পাঁচ দিনের এই উৎসব শেষে হবে সোমবার। বক্তারা বলেন, রাস শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। এই ঐতিহ্যকে যারা আঘাত করতে চায়, তাদেরকে সকল ধর্মের ধর্মপ্রাণ মানুষ সম্মিলিত ভাবে সমুচিত জবাব দিবে।