মমতাময়ী মায়ের গান গেয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার প্রতিযোগিতার মঞ্চে মনোনীত হয়েছেন ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত শিল্পী ইমন চক্রবর্তী। অস্কারের মঞ্চে মনোনীত হওয়া তার গাওয়া গানটির শিরোনাম ‘ইতি মা’।
বাঙালির গাওয়া এটিই প্রথম কোনো গান যেটি অস্কার প্রতিযোগিতার মঞ্চে বিদেশি নামিদামী সংগীতশিল্পীর গানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০২৪ সালের অস্কার পুরস্কার প্রদানের জন্য এবার সিনেমার সংগীত শাখা থেকে প্রায় ৮৯টি মৌলিক গান বাছাই করা হয়েছে। যার মধ্যে একটি ইমন চক্রবর্তীর গান।
জানা যায়, অস্কার দৌড়ে ইমনের সঙ্গে লড়বেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারাও।
অস্কারে মনোনীত ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার। নিজের গান অস্কারের মঞ্চে মনোনীত হওয়ায় বেশ উচ্ছ্বসিত গায়িকা।
এ প্রসঙ্গে তার অনুভূতি জানতে চাইলে ভারতের জাতীয় পুরস্কার পাওয়া ইমন বলেন, এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। তবে পুরস্কার জেতার বিষয়ে ভক্তদের বলবো আমি এতো প্রত্যাশা রাখছি না।
‘পুতুল’ সিনেমা আগামী ১৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। এরপর ২৭ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এটি। আর তার কয়েক মাস পরেই অর্থাৎ ২০২৫ সালের ৩ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কার পুরস্কারের জমকালো আসর।