চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বসতঘর থেকে মো. রফিক (৪৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রফিক ওই এলাকার জাবেদ আলীর ছেলে।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। কি কারণে আত্মহত্যা করেছে, তা তদন্তসাপেক্ষে জানা যাবে।