শফিউল আলম, রাউজানঃঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের মুন্সি সুনিল শীল সড়ক দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
১২ জানুয়ারী রবিবার দুপুরে দখল হওয়া সড়ক পরিদর্শন কালে দেখা গেছে, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ডাক্তার খানা এলাকার উত্তর দিকে ১২ ফুট প্রসস্থ প্রায় অর্ধ কিলোমিটার সড়কটির নাম মুন্সি সুনিল শীল সড়ক। বিগত সরকারের আমলে এ সড়কটি ছিল অবহেলিত। রাউজান জুড়ে উন্নয়নের ছোঁয়া লাগলেও এ সড়কে ছিল উন্নয়ন বঞ্চিত। ২০০৮ সালে স্থানীয় কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী উপজেলা প্রকল্প কার্যালয় থেকে এক লাখ টাকা বরাদ্দ প্রদানে সহযোগিতা করেন। বরাদ্দকৃত টাকায় সড়কটি প্রসস্থকরণ ও মেরামত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়ক দিয়ে প্রয়াত তেজন্দ্র লাল শীল বাড়ি, কুমার পাড়া, দক্ষিণ হিঙ্গলা গ্রামসহ অর্ধ লাখ মানুষের যাতায়তের একমাত্র মুন্সি সুনিল সড়ক। সড়কটির ১০ফুট প্রসস্থ ও ১৫ফুট দৈর্ঘ্য সড়কের অংশ দখল নিয়ে পাকা দেওয়াল নির্মাণ করছেন বারাকা এগো নামের পোল্টি ফার্মের মালিক মোহাম্মদ মিয়া চৌধুরী।
সরোজমিনে গিয়ে দেখা যায়, অর্ধকিলোমিটারের সড়কটির প্রসস্থ সব জায়গায় ঠিক থাকলেও মোহাম্মদ মিয়ার পেল্ট্রিফার্মের গেইটের সামনের অংশে সীমানা দেওয়াল নির্মাণ করলে সড়কের জায়গা ২ ফুটে পরিনত হবে। অপরদিকে পল্ট্্িরফার্মের পাকা সীমানা গত একযুগ আগে প্রাচীর নির্মাণের মাধ্যমে নির্ধারিত হয়। সেই সীমানা পাশে নতুন করে ১০ফুট সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করছে পল্ট্্িরফার্ম মালিক। এ নিয়ে স্থানীয় নারী-পুরুষ সড়কটিতে অবস্থান নিয়ে জোরালো প্রতিবাদ করতে দেখা যায়। স্থানীয় হারাধন শীল, ডা. লিটন শর্মা ও হরিধন শীল বলেন, পূর্বপুরুষের চলাচলের একমাত্র সড়ক দিয়ে আমাদের যাতায়ত। সড়কটি দখল হয়ে গেলে যান চলাচল ও এলাকার মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পরবে। অবৈধ ভাবে জোরপূর্বক সীমানা দেওয়াল নির্মাণে আমরা বাঁধা দিলেও তিনি কাজ বন্ধ করছে না। এ ব্যাপরে আমরা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও সেনাবাহীনিকে লিখিত ভাবে অভিযোগ দেওয়া হবে। সড়ক দখল প্রসঙ্গে জানতে চাইলে পল্ট্্িরফার্মের মালিক মোহাম্মদ মিয়া বলেন, জায়গাটি সড়কের অংশ না, এইটি আমার ক্রয় করা জায়গা। আমি গাড়ি রাখার জন্য গ্যারেজ করছি। লোকজনের চলাচলের কোন অসুবিধা হবে না। রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী বলেন, মুন্সি সুনিল শীল সড়কটি উন্নয়নে রাউজান পৌরসভার প্রকল্প তালিকায় রয়েছে। এর আগে সড়কের মেরামত করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস অর্থ বরাদ্দ প্রদান করেছে। কেউ এ সড়কের অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা অত্যান্ত দুঃখ জনক।


