চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর ছনহরা এলাকা থেকে মিলেছে নুরুল ইসলাম (৫৩) নামে এক দিনমজুরের মরদেহ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ফসলের জমি থেকে তার মরদেহ পাওয়া যায়।
নুরুল ইসলাম, ওই এলাকারই বাসিন্দা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দিনমজুর নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নুরুল ইসলামের গলায় ও হাতে আঘাতের চিহ্ন আছে। তাকে রশি বা তার জাতীয় কিছু দিয়ে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।


