১০ ডিসেম্বর (বুধবার) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গর্ভনর লায়ন মোসলেহ উদ্দিন আহম্মদ অপু (পিএমজেএফ)।
প্রধান বক্তা ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আসলাম, সংগঠনের সহ-সভাপতি তিতু বড়ুয়া, দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক সুপলাল বড়ুয়া, মাইটিভি ব্যুরো চীফ আলহাজ্ব নুরুল কবির, সংগঠনের সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি সবাইকে মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


